Event Detail

Digital Polli Expo

  • Mar 10, 2024
  • Town Hall Field, Rangpur

রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল পল্লী মেলা ২০২৪!!!

স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে আগামী ১০ই মার্চ ২০২৪ তারিখে রংপুর সদরে Digital Polli: A Smart Village Expo 2024 শীর্ষক দিনব্যাপী এক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় স্থানীয় উদ্যোক্তারা নিজেদের বিভিন্ন পণ্য নিয়ে উপস্থিত থাকবেন এবং মেলার বিভিন্ন স্টলে সেগুলো প্রদর্শিত হবে। মেলার পাশাপাশি ই-কমার্স সেক্টরের বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনদের নিয়ে ই-কমার্স বিষয়ক একটি সেমিনারেরও আয়োজন করা হবে।

ডিজিটাল পল্লী মেলা ও সেমিনার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ই-কমার্সের সুফল সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা, অনলাইন কেনাকাটায় তাদেরকে উদ্বুদ্ধ করা এবং সর্বোপরি ই-কমার্সকে কাজে লাগিয়ে স্থানীয় উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের পথ সুগম করা। উল্লেখ্য, বিপিসি ও ই-ক্যাবের সমন্বিত প্রয়াসে 'ডিজিটাল পল্লী' উদ্যোগ প্রথম বাস্তবায়িত হয় ২০২২ সালে মানিকগঞ্জের সাটুরিয়ায়। উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরুপ ডিজিটাল পল্লী টিম ঐ বছরই পাবলিক-প্রাইভেট ক্যাটাগরিতে 'ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২' সম্মাননা অর্জন করে। মানিকগঞ্জের পর শরীয়তপুরের ডামুড্যা এবং ফেনীর সোনাগাজীতেও 'ডিজিটাল পল্লী' উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

২০২৪ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও বিপিসি'র অর্থায়নে এবং ই-ক্যাবের সার্বিক সহযোগিতায় ২টি জেলাঃ রংপুর সদর ও নাটোর 'ডিজিটাল পল্লী' বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী ১০ই মার্চ তারিখে রংপুর সদরে ডিজিটাল পল্লী মেলা ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিজিটাল পল্লী প্রকল্পের আগের ৩টি সফল প্রয়াসের পর আসন্ন মেলা ও সেমিনারগুলোকেও সফল করতে আমরা বদ্ধপরিকর। আমাদের সকল প্রয়াসের সফল বাস্তবায়নে আপনাদের সার্বিক অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

Recent Events

Top