About Our Company

ডিজিটাল পল্লী, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়ের ও ইক্যাব এর এমন একটি উদ্যোগ যার আওতায় একাধিক মডেল গ্রাম তৈরি করা হচ্ছে, যা মাননীয় প্রধানমন্ত্রীর, Vision 2041 অনুসরণে গ্রামীণ অর্থনীতি উন্নয়নে ডিজিটাল কমার্স, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সহ সকল ডিজিটাল সেবা গ্রামীণ পর্যায়ে বিস্তৃত করে পুরো দেশ ও জনগণকে 4IR-এর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা। বিশেষ করে পণ্য উৎপাদন থেকে বিশ্ববাজার ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যাবহার করে গ্রামীণ কৃষি, যোগাযোগ ও সাপ্লাইচেইনে ঐ গ্রামের সকল রিসোর্স যুক্ত করে ডিজিটাল কমার্স ইকোসিস্টেম গড়ে তোলা। আর এই মডেল গ্রামের অনুসরণে দেশব্যাপি সকল গ্রাম রূপান্তরিত হবে ডিজিটাল পল্লী-তে। লক্ষ্য ও উদ্দেশ্য:

আর্থ-সামাজিক অবস্থানকে আরও দৃঢ় করার লক্ষ্যে শ্রম নির্ভরশীল জাতি থেকে মেধা ও প্রযুক্তি নির্ভরশীল উচ্চ আয়ের উন্নত বাংলাদেশ গড়া ।
২০২৪ সালের মধ্যে দেশব্যাপী ৫০০০০০++ এর অধিক মানুষকে ডিজিটাল কমার্স সেবার আওতায় আনা।

Top