Event Detail

ডিজিটাল পল্লী সংযোগ সভা

  • Apr 1, 2024
  • সিংড়া, নাটোর

ডিজিটাল [স্মার্ট] পল্লী সিংড়া, নাটোর।

 

ডিজিটাল পল্লী সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে গত ১লা এপ্রিল রোজ সোমবার দুপুর ১২টায় সিংড়া উপজিলা পরিষদ মিলনায়তনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিংড়া উপজিলা নির্বাহী কর্মকর্তা জনাব হা-মীম তাবাসসুম প্রভা।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিজিটাল পল্লী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমি আক্তার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।

যে মানুষটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেছেন, এবং দিন রাত্রি এক করে দিচ্ছেন, জুনাইদ আহমেদ পলক মাননীয় প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আজ তার বাড়ির মাটিতে স্মার্ট পল্লী গঠনের বিষয়ে সংযোগ সভা অনুষ্ঠিত হলো।

 

ডিজিটাল পল্লী আসলে কি করছে,

১. গ্রামীন জনপদে যারা ট্র্যাডিশনাল ব্যাবসা-বানিজ্যে জড়িত, সেই মানুষগুলোকে খুঁজে বের করছে।

২. তাদের ট্রেনিং দিয়ে স্মার্ট ব্যাবসা বানিজ্যের সাথে সম্পৃক্ত করছে।

৩. দেশ এবং বিদেশের নামী- দামী ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর (যেমনঃ অ্যামাজন, দারাজ, চালডাল, একশপ) সাথে সংযোগ স্থাপন করে দিচ্ছে।

৪. বিভিন্ন লজিস্টিকস্‌ কোম্পানির সাথে সংযোগ স্থাপন করিয়ে দিচ্ছে। আমাদের পোষ্ট অফিসকে ব্যাবহার করে কিভাবে দেশে এবং বিদেশে পন্য পাঠানো যায় সেই ব্যাবস্থা করছে।

৫. স্মার্ট ইকনোমি; অর্থাৎ, অর্থনীতির সব কার্যক্রম আমরা এ প্রযুক্তি ব্যবহার করে পরিচালনা করব। বিভিন্ন ব্যাংক সহ এসএসএল, স্মার্ট অর্থনীতি নিয়ে যারা কাজ করেন, তাদের সাথে সংযোগ স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

Recent Events

Top