"সবার জন্য উদ্ভাবন"
এই শ্লোগান কে সম্মুখে রেখে আজ ০৭/১১/২০২২ (সোমবার) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা প্রশাসন আয়োজন করে "উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা - ২০২২"।
দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয় সাটুরিয়া উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে। মেলা উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আরা।
উক্ত মেলায় ডিজিটাল পল্লী সহ উপজেলার সকল সরকারি দপ্তর'সহ মোট ৩৫'টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সাটুরিয়া উপজেলার স্কুল, কলেজ এবং সরকারী দপ্তর সমূহ তাদের কার্যক্রম বিস্তারে আজ ও আগামীর বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের মডেল প্রদর্শন করে।
মেলায় ব্যতিক্রম আয়োজনে ছিলো ডিজিটাল পল্লী'র কার্যক্রম। বাংলাদেশের প্রথম ডিজিটাল পল্লী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে অবস্থিত।
ডিজিটাল পল্লীর তাঁত শিল্পের শিল্পীদের বুনিত পণ্য প্রদর্শিত হয় এই মেলায়। মেলায় উপস্থিত সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা'সহ সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এবং আগত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা স্থান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আরা ডিজিটাল পল্লীর সার্বিক কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে পাশে থাকার দৃঢ় প্রত্যয় পূণর্ব্যক্ত করেন।
মেলার সমাপ্তি'তে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল উদ্ভাবনী কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।